Solution
Correct Answer: Option A
- ওথেলো (Othello) হলো উইলিয়াম শেকসপিয়রের লেখা একটি বিখ্যাত বিয়োগান্তক নাটক (Tragedy)।
- নাটকটি ১৬০৩ সালে রচিত হয় বলে ধারণা করা হয়।
- এর সম্পূর্ণ নাম হলো 'The Tragedy of Othello, the Moor of Venice'।
- উইলিয়াম শেকসপিয়রকে ইংরেজি ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক এবং বিশ্বের একজন অগ্রনী নাট্যকার মনে করা হয়।
- তার রচিত অন্যান্য বিখ্যাত নাটকগুলোর মধ্যে রয়েছে হ্যামলেট, ম্যাকবেথ, রোমিও অ্যান্ড জুলিয়েট এবং কিং লিয়ার।