Solution
Correct Answer: Option A
- নিউমোনিয়া হলো মানবদেহের ফুসফুসকে আক্রান্ত করা একটি সংক্রামক রোগ।
- এই রোগে ফুসফুসের বায়ুথলি বা অ্যালভিওলাইতে (Alveoli) প্রদাহের সৃষ্টি হয়।
- সাধারণত ভাইরাস, ব্যাকটেরিয়া কিংবা ছত্রাকের সংক্রমণের কারণে নিউমোনিয়া হয়ে থাকে।
- সংক্রমণের ফলে ফুসফুসের এই বায়ুথলিগুলোতে তরল পদার্থ বা পুঁজ জমে যায়।
- এর ফলে রোগীর শ্বাস-প্রশ্বাস নিতে কষ্ট হয়, কাশি ও জ্বরের মতো লক্ষণ দেখা দেয়।
- যকৃত, কিডনি বা প্লীহা শরীরের অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গ হলেও নিউমোনিয়া সরাসরি এই অঙ্গগুলোকে আক্রান্ত করে না।