‘আমার সন্তান যেন থাকে দুধে ভাতে’- কার প্রার্থনা?
Solution
Correct Answer: Option D
- ‘আমার সন্তান যেন থাকে দুধে ভাতে’— এই বিখ্যাত প্রার্থনাটি ঈশ্বরী পাটনির।
- এটি মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি ভারতচন্দ্র রায়গুণাকর রচিত ‘অন্নদামঙ্গল’ কাব্যের একটি অবিস্মরণীয় উক্তি।
- কাব্যের কাহিনী অনুসারে, দেবী অন্নদা (দুর্গা) যখন ঈশ্বরী পাটনির খেয়া নৌকায় করে নদী পার হন, তখন তিনি খুশি হয়ে ঈশ্বরীকে বর চাইতে বলেন।
- তখন ঈশ্বরী পাটনি কোনো ধনসম্পদ বা নিজের সুখ চাননি, বরং তিনি দেবী অন্নদার কাছে এই প্রার্থনা করেছিলেন যে তার সন্তানরা যেন সুখে-স্বাচ্ছন্দ্যে (দুধে-ভাতে) থাকে।
- এই প্রার্থনার মধ্য দিয়ে সন্তানের প্রতি একজন আবহমান বাঙালি মায়ের বাৎসল্য ও শাশ্বত মমতাবোধ ফুটে উঠেছে।