‘আবদুল্লাহ’ উপন্যাসের উপজীব্য কী?
A মুসলিম জমিদার শ্রেণীর জীবন কাহিনী
B মুসলিম কৃষক সমাজের জীবন চিত্র
C মুসলিম মধ্যবিত্ত সমাজের জীবন চিত্র
D জমিদার ও কৃষকের বিরোধের চিত্র
Solution
Correct Answer: Option C
- কাজী ইমদাদুল হক রচিত ‘আবদুল্লাহ’ (১৯৩৩) একটি সামাজিক উপন্যাস।
- এই উপন্যাসের প্রধান উপজীব্য হলো বিংশ শতাব্দীর প্রথম দিকের মুসলিম মধ্যবিত্ত সমাজের জীবন চিত্র।
- উপন্যাসে তৎকালীন মুসলিম সমাজের শিক্ষা, কুসংস্কার, পর্দাপ্রথা এবং সামাজিক দ্বন্দ্বগুলো নিখুঁতভাবে তুলে ধরা হয়েছে।
- এর কেন্দ্রীয় চরিত্র ‘আবদুল্লাহ’ একজন প্রতিবাদী ও প্রগতিশীল যুবক, যে সমাজের গোঁড়ামির বিরুদ্ধে অবস্থান নেয়।
- লেখক এখানে হিন্দু ও মুসলিম সমাজের পারস্পরিক সম্পর্ক এবং মুসলিম সমাজের পিছিয়ে পড়ার কারণগুলোও বিশ্লেষণ করেছেন।