Solution
Correct Answer: Option A
- প্রাচীনকালে ‘বাংলা’ বা ‘বাংলাদেশ’ নামে কোনো অখণ্ড রাষ্ট্র ছিল না। সে সময় বাংলার বিভিন্ন অংশ ছোট ছোট অঞ্চলে বিভক্ত ছিল।
- বাংলার এই ছোট ছোট অঞ্চলগুলোকেই সমষ্টিগতভাবে জনপদ নাম দেওয়া হয়। এ পর্যন্ত প্রাচীন বাংলার মোট ১৬ টি জনপদের কথা জানা যায়।
- এই জনপদগুলির মধ্যে পুণ্ড্র হলো বাংলার সর্বপ্রাচীন জনপদ। এই নগরীর ধ্বংসাবশেষ বগুড়া জেলার মহাস্থান গড়ে পাওয়া যায়।
- ‘পুণ্ড্র’ নামক এক জাতি বর্তমান বগুড়া, রাজশাহী, রংপুর ও দিনাজপুর অঞ্চলসমূহ নিয়ে এই জনপদ গড়ে তুলেছিল।
- পুণ্ড্র রাজ্যের রাজধানীর নাম ছিল পুণ্ড্রনগর। পরবর্তীকালে একে মহাস্থানগড় বলা হয়।
- প্রাচীন সভ্যতার নির্দেশনের বিচারে পুণ্ড্র ছিল প্রাচীন বাংলার সবচেয়ে সমৃদ্ধ জনপদ।
- অন্যদিকে, গৌড় জনপদ গড়ে উঠেছিল বর্তমানে ভারতের মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম ও বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলে।
- হরিকেল জনপদের অবস্থান ছিল বাংলার পূর্ব প্রান্তে, বিশেষ করে সিলেট থেকে চট্টগ্রাম পর্যন্ত এর বিস্তৃতি ছিল বলে মনে করা হয়।