Solution
Correct Answer: Option D
- বাগযন্ত্র বা বাকপ্রত্যঙ্গ দ্বারা উচ্চারিত অর্থবোধক ধ্বনির সাহায্যে মানুষের মনের ভাব প্রকাশের মাধ্যমকে ভাষা বলে।
- ভাষা ভাবের বাহন।
- পৃথিবীতে প্রায় সাড়ে তিন হাজার ভাষা প্রচলিত আছে। এই ভাষাগুলোকে প্রধানত ১২টি ভাষা পরিবারে ভাগ করা হয়েছে (মতান্তরে এর সংখ্যা আরও বেশি)। এর মধ্যে ইন্দো-ইউরোপীয়, সেমীয়-হেমীয়, বান্টু, অস্ট্রিক, দ্রাবিড়ীয় ইত্যাদি উল্লেখযোগ্য।
- ইন্দো-ইরানীয় (Indo-Iranian) কোনো মূল ভাষা পরিবার নয়, বরং এটি ইন্দো-ইউরোপীয় ভাষা পরিবারের একটি শাখা মাত্র। এই শাখাটিই পরবর্তীকালে ভারতীয় আর্য ভাষায় রূপান্তরিত হয়েছে।
• ভুল অপশনগুলোর ব্যাখ্যাঃ
- ইন্দো-ইউরোপীয়: এটি পৃথিবীর বৃহত্তম ভাষা পরিবার। বাংলা, ইংরেজি, হিন্দি, ফারসি ইত্যাদি ভাষা এই পরিবারের অন্তর্গত। সুতরাং এটি একটি ভাষা পরিবার।
- দ্রাবিড়ীয়: এটিও একটি স্বতন্ত্র ভাষা পরিবার। দক্ষিণ ভারতের তামিল, তেলুগু, কন্নড় ও মালয়ালম ভাষা এই পরিবারের অন্তর্ভুক্ত।
- আফ্রিকীয়: যদিও ভাষাতত্ত্বে "আফ্রিকীয়" নামে সরাসরি একক কোনো ভাষা পরিবার নেই (আফ্রিকায় আফ্রো-এশীয়, নাইজার-কঙ্গো ইত্যাদি পরিবার রয়েছে), তবে সাধারণ অর্থে এবং পাঠ্যপুস্তকের অপশন বিন্যাসে ভৌগোলিক ভিত্তিতে আফ্রিকান ভাষাগুলোকে একটি বৃহৎ বর্গের বা পরিবারের অংশ হিসেবে ধরা হয়। অন্যদিকে ইন্দো-ইরানীয় স্পষ্টভাবে একটি উপশাখা, কোনো মূল পরিবার নয়। তাই প্রশ্নের প্রেক্ষাপটে ইন্দো-ইরানীয় সঠিক উত্তর।
নোট: ব্যাকরণগতভাবে ইন্দো-ইরানীয় হলো ইন্দো-ইউরোপীয় ভাষা বংশের শতম শাখার একটি প্রশাখা বা উপশাখা, মূল ভাষা পরিবার নয়।