হেক্সাসেসিমেল পদ্ধতি ভিত্তিক সংখ্যার ইংরেজি বর্ণমালার কতটি বর্ণ রয়েছে?
Solution
Correct Answer: Option C
- হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে মোট ১৬টি অঙ্ক বা প্রতীক ব্যবহার করা হয়।
- এই পদ্ধতিতে ০ থেকে ৯ পর্যন্ত দশটি অঙ্ক ব্যবহার করা হয়।
- বাকি ৬টি মানের জন্য ইংরেজি বর্ণমালার A থেকে F পর্যন্ত ৬টি বর্ণ ব্যবহার করা হয়।
- বর্ণগুলোর মান যথাক্রমে: A = 10, B = 11, C = 12, D = 13, E = 14 এবং F = 15।
- তাই, হেক্সাডেসিমেল পদ্ধতিতে ব্যবহৃত ইংরেজি বর্ণমালার মোট বর্ণ সংখ্যা ৬টি।