৩৫০ টাকা দরে ৩ কেজি মিষ্টি কিনে ৪ টাকা হারে ভ্যাট দিলে মোট কত ভ্যাট দিতে হবে?
Solution
Correct Answer: Option B
১ কেজি মিষ্টির দাম = ৩৫০ টাকা
$\therefore$ ৩ কেজি মিষ্টির দাম = $(৩৫০ \times ৩)$ টাকা = ১০৫০ টাকা
এখন,
১০০ টাকায় ভ্যাট দিতে হয় ৪ টাকা
১ টাকায় ভ্যাট দিতে হয় $\frac{৪}{১০০}$ টাকা
$\therefore$ ১০৫০ টাকায় ভ্যাট দিতে হয় $\frac{৪ \times ১০৫০}{১০০}$ টাকা
= $\frac{৪২০০}{১০০}$ টাকা
= ৪২ টাকা
বিকল্প পদ্ধতি (শর্টকাট):
মোট ভ্যাট = মিষ্টির মোট দাম $\times$ ভ্যাটের হার
= $(৩৫০ \times ৩) \times ৪\%$
= ১০৫০ এর $\frac{৪}{১০০}$
= $\frac{৪২০০}{১০০}$
= ৪২ টাকা