Solution
Correct Answer: Option A
- ভুটানকে ‘বজ্রপাতের দেশ’ বা ‘দ্য ল্যান্ড অফ থান্ডার ড্রাগন’ বলা হয়।
- এর কারণ হলো, হিমালয়ের পাদদেশে অবস্থিত এই দেশে প্রচুর পরিমাণে বজ্রপাত ও মেঘের গর্জন শোনা যায়।
- প্রাচীনকালে ভুটানের মানুষ বিশ্বাস করত যে, এই গর্জন আসলে ড্রাগনের গর্জন, যা থেকে দেশটির স্থানীয় নাম হয় ‘ড্রুক ইউল’ (Druk Yul) বা ‘ড্রাগনের দেশ’।
- ভুটানের জাতীয় পতাকায়ও এই পৌরাণিক ড্রাগনের ছবি দেখা যায়।
- অন্যদিকে জাপানকে বলা হয় ‘সূর্যোদয়ের দেশ’ এবং ইন্দোনেশিয়াকে বলা হয় ‘হাজার দ্বীপের দেশ’।