‘বিষাদ-সিন্ধু’ লেখকের কোন নামের বানানটি শুদ্ধ?

A মীর মোশারফ হোসেন

B মীর মশারফ হোসেন

C মীর মশাররফ হোসেন

D মীর মোশাররফ হোসেন

Solution

Correct Answer: Option C

‘বিষাদ-সিন্ধু’ উপন্যাসের রচয়িতা মীর মশাররফ হোসেন। বাংলা একাডেমি এবং বাংলাপিডিয়া সহ অধিকাংশ প্রামাণ্য গ্রন্থে তাঁর নামের বানান ‘মীর মশাররফ হোসেন’ হিসেবেই উল্লিখিত রয়েছে। যদিও অনেকের মধ্যে ‘মীর মোশাররফ হোসেন’ বানানটি ব্যবহারের প্রবণতা দেখা যায়, তবুও তাঁর সই এবং তৎকালীন মুদ্রিত গ্রন্থ অনুযায়ী ‘মশাররফ’ বানানটিই অধিকতর সঠিক ও গ্রহণযোগ্য হিসেবে ধরা হয়।

লেখক পরিচিতি ও সাহিত্যকর্ম:
- তিনি ১৯ শতকের অন্যতম শ্রেষ্ঠ মুসলিম বাংলা সাহিত্যিক এবং আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিক।
- তাঁর রচিত ‘বিষাদ-সিন্ধু’ বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় মহাকাব্যিক উপন্যাস, যা কারবালার ট্র্যাজেডি অবলম্বনে রচিত।

• মীর মশাররফ হোসেন রচিত উপন্যাস:
- বিষাদ-সিন্ধু (মহররম পর্ব- ১৮৮৫, উদ্ধার পর্ব- ১৮৮৭, এজিদ বধ পর্ব- ১৮৯১),
- রত্নবতী (১৮৬৯)- এটি লেখকের প্রথম উপন্যাস।
- উদাসীন পথিকের মনের কথা (১৮৯০),
- গাজী মিয়ার বস্তানী (১৮৯৯),
- মুসলিম বীরত্ব (১৯০৭)।

• মীর মশাররফ হোসেন রচিত নাটক:
- বসন্তকুমারী (১৮৭৩)- এটি মুসলিম সাহিত্যিক রচিত প্রথম সার্থক নাটক,
- জমিদার দর্পণ (১৮৭৩),
- এর উপায় কি (১৮৭৫),
- ভাই ভাই এই তো চাই (১৮৯৯),
- ফাস কাগজ (১৯০৩),
- বাধা খাতা (১৮৯৯)।

• মীর মশাররফ হোসেন রচিত আত্মজীবনীমূলক রচনা:
- আমার জীবনী (১৯০৮-১৯১০),
- বিবি কুলসুম (১৯১০)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions