Solution
Correct Answer: Option C
- মাকড়সা হলো অ্যারাকনিডা (Arachnida) শ্রেণীর অন্তর্গত একটি সন্ধিপদ প্রাণী, যাদের ৮টি পা থাকে।
- পতঙ্গ বা পোকামাকড় থেকে এদের প্রধান পার্থক্য হলো পতঙ্গের ৬টি পা থাকে, কিন্তু মাকড়সার থাকে ৮টি।
- এদের দেহ মূলত দুটি প্রধান অংশে বিভক্ত: সেফালোথোরাক্স (মস্তক ও বক্ষ সম্মিলিত অংশ) এবং উদর বা পেট।
- মাকড়সার কোনো ডানা নেই এবং অ্যান্টেনা বা শুঁড়ও থাকে না।
- এদের আটটি সন্ধিযুক্ত পা হাঁটাচলা এবং জাল বুনতে সাহায্য করে, যা দিয়ে এরা শিকার ধরে।