Solution
Correct Answer: Option B
- ‘চল্ চল্ চল্’ গানটি বাংলাদেশের রণসংগীত বা মার্চ সংগীত হিসেবে গৃহীত।
- এই গানটির গীতিকার ও সুরকার হলেন বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।
- গানটি ১৯২৯ সালে প্রথম প্রকাশিত হয় এবং এটি কবির ‘সন্ধ্যা’ নামক কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত।
- ১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশে এই গানটিকে রণসংগীত হিসেবে নির্বাচন করা হয়।
- এই রণসংগীতের ২১ চরণ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত নতুনের গান কবিতার অংশ।
- বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠান ও সামরিক প্যারেডে এই গানটির প্রথম ২১ চরণ বাজানো বা গাওয়া হয়।