৪টি ১ টাকার নোট ও ৮টি ২ টাকার নোট একত্রে ৮টি ৫টি টাকার নোটের কত অংশ?
Solution
Correct Answer: Option B
এখানে,
৪টি ১ টাকার নোট = ৪ $\times$ ১ = ৪ টাকা
৮টি ২ টাকার নোট = ৮ $\times$ ২ = ১৬ টাকা
$\therefore$ নোটগুলোর মোট মূল্য = ৪ + ১৬ = ২০ টাকা
আবার,
৮টি ৫ টাকার নোট = ৮ $\times$ ৫ = ৪০ টাকা
প্রশ্নমতে, ২০ টাকা ৪০ টাকার কত অংশ তা বের করতে হবে।
$\therefore$ নির্ণেয় অংশ = $\frac{২০}{৪০}$
= $\frac{১}{২}$ অংশ
সংক্ষিপ্ত টেকনিক:
১ টাকার ও ২ টাকার নোটের মোট মান = (৪ + ১৬) = ২০ টাকা
৫ টাকার নোটের মান = ৪০ টাকা
অংশ = $\frac{২০}{৪০}$ = ১/২ অংশ