Solution
Correct Answer: Option B
- রোমান সানা আর্চারি বা তীরন্দাজি খেলার সাথে সম্পৃক্ত একজন বাংলাদেশি ক্রীড়াবিদ।
- বিশ্বমঞ্চে নিজের কৃতিত্ব দেখিয়ে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অন্যতম তারকা হয়ে উঠেছেন এই তীরন্দাজ।
- ২০০৮ সাল থেকে তার আর্চারিতে পথচলা শুরু হয় এবং তিনি টানা চার বছর ন্যাশনাল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
- তার আন্তর্জাতিক সাফল্যের যাত্রা শুরু হয় ২০১১ সালে, যখন ইয়ুথ আর্চারি চ্যাম্পিয়নশীপে দলগত বিভাগে সিলভার পদক জেতেন।
- ২০১৪ সালে থাইল্যান্ডে এশিয়ান আর্চারি গ্রাঁ প্রি টুর্নামেন্টে তিনি নিজের প্রথম স্বর্ণপদক অর্জন করেন।
- ২০১৭ সালে কিরগিজস্তানের আন্তর্জাতিক আর্চারি টুর্নামেন্টেও তিনি স্বর্ণপদক জিতে নিজের দক্ষতার প্রমাণ দেন।
- একই বছর প্রথম ইসলামিক সলিডারিটি আর্চারি চ্যাম্পিয়নশীপে তিনি ব্যক্তিগত বিভাগে সিলভার এবং দলগত ও মিশ্র দলগত বিভাগে স্বর্ণপদক জিতে নিজের অর্জনের ঝুলি আরও সমৃদ্ধ করেন।