Solution
Correct Answer: Option B
- ইংরেজি ব্যাকরণে কিছু বিশেষ বিশেষ্য (noun) আছে, যাদের একবচন ও বহুবচন রূপ একই থাকে।
- 'Sheep' হলো এমন একটি noun, যার কোনো আলাদা বহুবচন রূপ নেই, অর্থাৎ এর সাথে 's' বা 'es' যুক্ত হয় না।
- তাই 'Sheep'-এর বহুবচন বা plural form সবসময়েই 'Sheep' হবে।
- এমন আরও কয়েকটি উদাহরণ হলো- Deer, Fish, Series, Species ইত্যাদি, যাদের একবচন ও বহুবচন রূপ অপরিবর্তিত থাকে।
- বাক্যে ব্যবহারের ওপর ভিত্তি করে বোঝা যায় শব্দটি একবচন হিসেবে ব্যবহার হয়েছে নাকি বহুবচন হিসেবে।