Solution
Correct Answer: Option C
- প্রদত্ত অপশনগুলোর মধ্যে CIH হলো একটি কম্পিউটার ভাইরাস।
- এটি ১৯৯৮ সালে তাইওয়ানের ছাত্র চেন ইং হাউ (Chen Ing-hau) তৈরি করেন, যার নামানুসারে এর সংক্ষিপ্ত রূপ CIH রাখা হয়।
- এই ভাইরাসটি চেরনোবিল (Chernobyl) ভাইরাস নামেও পরিচিত, যা ১৯৯৯ সালের ২৬ এপ্রিল বিশ্বব্যাপী কম্পিউটার সিস্টেমে ব্যাপক বিপর্যয় সৃষ্টি করেছিল।
- CIH ভাইরাস কম্পিউটারের বায়োস (BIOS) নষ্ট করে দেয়, যার ফলে কম্পিউটার আর চালু হতে পারে না এবং হার্ডডিস্কের তথ্য ধ্বংস হয়ে যায়।
- এই ভাইরাসটিকে অনেক সময় মাদার অব অল ভাইরাস (Mother of all viruses) বা ভাইরাসের জননী বলেও অভিহিত করা হয়।
- অন্যদিকে, অপশনে থাকা SQL হলো ডাটাবেস ল্যাঙ্গুয়েজ এবং STATA ও SPSS হলো পরিসংখ্যান বিশ্লেষণের সফটওয়্যার বা প্রোগ্রাম।