যদি x+5y=24 হয় এবং x=3y হয়, তাহলে y এর মান কত?
Solution
Correct Answer: Option B
দেওয়া আছে,
x + 5y = 24 ........ (i)
এবং x = 3y ........... (ii)
এখন, (i) নং সমীকরণে x এর মান বসিয়ে পাই,
3y + 5y = 24
বা, 8y = 24
বা, y = 24 ÷ 8
বা, y = 3
সুতরাং, y এর মান 3.
শর্টকাট নিয়ম:
প্রশ্নে দু'টি সমীকরণ দেওয়া আছে: x + 5y = 24 এবং x = 3y.
সোজা x এর মানটি (3y) প্রথম সমীকরণে বসিয়ে মনে মনে হিসেব করুন:
3y + 5y = 8y.
এখন 8y = 24 হলে, y = 3 (কারণ তিন আটে চব্বিশ)।