Solution
Correct Answer: Option C
- প্রদত্ত অপশনগুলোর মধ্যে ‘Frshnet’ বানানটি ভুল। এর সঠিক বানান হলো ‘Freshet’।
- ‘Freshet’ শব্দটির অর্থ হলো নদীতে জোয়ার বা বৃষ্টির কারণে জলস্ফীতি কিংবা হঠাৎ আসা বন্যা।
- অন্য অপশনগুলোর মধ্যে ‘Foreign’ সঠিক বানান, যার অর্থ হলো বিদেশি বা বহির্গত।
- ‘Forlorn’ বানানটিও সঠিক, যার অর্থ হলো অসহায়, নিঃসঙ্গ বা পরিত্যক্ত।
- ‘Fruity’ বানানটি সঠিক, যার অর্থ হলো ফলের মতো স্বাদ বা গন্ধযুক্ত।