Solution
Correct Answer: Option B
- Secular বা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলতে এমন একটি রাষ্ট্রকে বোঝায় যেখানে কোনো নির্দিষ্ট ধর্মকে রাষ্ট্রীয় ধর্ম হিসেবে স্বীকৃতি দেওয়া হয় না।
- এই ধরনের রাষ্ট্রে সকল ধর্মের মানুষকে সমান অধিকার ও মর্যাদা দেওয়া হয় এবং প্রত্যেকে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করতে পারে।
- রাষ্ট্র কোনো ধর্মীয় বিষয়ে পক্ষপাতিত্ব করে না এবং আইন বা বিচার ব্যবস্থায় ধর্মীয় বিশ্বাস প্রভাব ফেলে না।
- অন্যদিকে, 'Muslim', 'Good State' বা 'Holy country' শব্দগুলো ধর্মনিরপেক্ষতার সঠিক অর্থ বা সংজ্ঞা প্রকাশ করে না।
- তাই, যে রাষ্ট্রে সব ধর্মকে সম্মান করা হয়, তাকে এক কথায় Secular বা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয়।