কোন গ্রন্থটি হযরত মুহম্মদ (সা.) এর জীবনীগ্রন্থ?
Solution
Correct Answer: Option D
‘মরুভাস্কর’ গ্রন্থটি বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত একটি জীবনী কাব্যগ্রন্থ। এই কাব্যে তিনি হযরত মুহম্মদ (সা.)-এর জীবন ও মহিমা বর্ণনা করেছেন। ১৯৫৫ সালের ২৯ আগস্ট গ্রন্থটি প্রথম প্রকাশিত হয়। নজরুল ইসলাম তার এই গ্রন্থে মহানবী (সা.)-এর প্রতি প্রগাঢ় ভক্তি ও শ্রদ্ধা নিবেদন করেছেন।
প্রশ্নের সাথে সম্পর্কিত তথ্যগুলো:
- কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের ‘জাতীয় কবি’ বলা হয়।
- রবীন্দ্র-পরবর্তী যুগের বাংলা সাহিত্যে তিনি অন্যতম প্রধান কবি।
- তিনি ‘বিদ্রোহী কবি’ নামে সমধিক পরিচিত।
• কাজী নজরুল ইসলাম রচিত কাব্যগ্রন্থ:
- অগ্নিবীণা (প্রথম কাব্যগ্রন্থ, ১৯২২),
- দোলন-চাঁপা,
- বিষের বাঁশি,
- ভাঙার গান,
- সাম্যবাদী,
- চিত্তনামা,
- ছায়ানট,
- সিন্ধু-হিন্দোল,
- জিঞ্জির,
- চক্রবাক,
- প্রলয়-শিখা,
- সর্বহারা,
- ফনি-মনসা,
- ঝিঙের ফুল (শিশুতোষ),
- সাত ভাই চম্পা (শিশুতোষ),
- নির্ঝর,
- নতুন চাঁদ,
- মরুভাস্কর,
- শেষ সওগাত ইত্যাদি।
• জেনে রাখা ভালো:
- অপশনে উল্লেখিত ‘মরুমায়া’ (১৯৩০) ও ‘মরুকুসুম’ (১৯৩৪) কবি শাহাদাৎ হোসেন রচিত কাব্যগ্রন্থ।
- ‘মরুতীর্থ’ বলতে সাধারণত কোনো নির্দিষ্ট সাহিত্যকর্ম বোঝায় না, তবে ‘মরুতীর্থ হিংলাজ’ অবধূত (কালীপাশা মুখোপাধ্যায়) রচিত একটি বিখ্যাত ভ্রমণকাহিনি ভিত্তিক উপন্যাস।