John Smith is good ... Mathematics.
Solution
Correct Answer: Option A
- ইংরেজি গ্রামার অনুযায়ী, কোনো বিষয়ে কেউ দক্ষ বা পারদর্শী বোঝালে 'Good' এর পরে সব সময় Preposition হিসেবে 'at' ব্যবহৃত হয়।
- যেমন- He is good at English (সে ইংরেজিতে ভালো বা দক্ষ)।
- অন্যদিকে, কারও আচার-আচরণ ভালো বোঝাতে 'Good to' ব্যবহৃত হয়।
- কোনো কিছুর জন্য উপযুক্ত বা হিতকর বোঝাতে 'Good for' ব্যবহৃত হয়।
- তাই প্রশ্নের প্রদত্ত বাক্যে John Smith গণিতে দক্ষ বা ভালো বোঝাতে 'at' ব্যবহার করা সঠিক।