Solution
Correct Answer: Option D
বাংলা বর্ণমালায় বর্ণের মোট সংখ্যা ৫০টি। এই বর্ণগুলোর ওপর মাত্রা ব্যবহারের ওপর ভিত্তি করে তাদেরকে তিনটি ভাগে ভাগ করা যায়: পূর্ণমাত্রার বর্ণ, অর্ধমাত্রার বর্ণ এবং মাত্রা ছাড়া বর্ণ।
- পূর্ণমাত্রার বর্ণ: মোট ৩২টি (স্বরবর্ণ ৬টি + ব্যঞ্জনবর্ণ ২৬টি)।
- অর্ধমাত্রার বর্ণ: মোট ৮টি (স্বরবর্ণ ১টি + ব্যঞ্জনবর্ণ ৭টি)।
- মাত্রাহীন বর্ণ: মোট ১০টি (স্বরবর্ণ ৪টি + ব্যঞ্জনবর্ণ ৬টি)।
সুতরাং, বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ মোট ৮টি।
• উদাহরণ
অর্ধমাত্রার ৮টি বর্ণের তালিকা নিচে দেওয়া হলো:
- স্বরবর্ণ থেকে ১টি: ঋ
- ব্যঞ্জনবর্ণ থেকে ৭টি: খ, গ, ণ, থ, ধ, প, শ