Solution
Correct Answer: Option D
- বাংলা বর্ণমালায় মোট বর্ণ রয়েছে ৫০টি। এর মধ্যে স্বরবর্ণ ১১টি এবং ব্যঞ্জনবর্ণ ৩৯টি।
- বর্ণের ওপর মাত্রা বা রেখা থাকার ভিত্তিতে বর্ণগুলোকে তিন ভাগে ভাগ করা যায়: পূর্ণমাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীন।
- বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ মোট ১০টি।
এর মধ্যে স্বরবর্ণ ৪টি এবং ব্যঞ্জনবর্ণ ৬টি।
• উদাহরণ:
১. মাত্রাহীন স্বরবর্ণ (৪টি): এ, ঐ, ও, ঔ।
২. মাত্রাহীন ব্যঞ্জনবর্ণ (৬টি): ঙ, ঞ, ৎ, ং, ঃ, ঁ (চন্দ্রবিন্দু)।
• ভুল অপশনগুলোর ব্যাখ্যাঃ
- ৪টি: এটি ভুল উত্তর। ৪টি হলো মাত্রাহীন স্বরবর্ণের সংখ্যা, মোট মাত্রাহীন বর্ণের সংখ্যা নয়।
- ৮টি: এটি অর্ধমাত্রার বর্ণের সংখ্যা। বাংলা বর্ণমালায় ৮টি বর্ণ অর্ধমাত্রার (ঋ, খ, গ, ণ, থ, ধ, প, শ)।
- ১১টি: এটি ভুল উত্তর। ১১টি হলো বাংলা স্বরবর্ণের মোট সংখ্যা।
নোট: বাংলা ব্যাকরণের নিয়ম অনুযায়ী, পূর্ণমাত্রার বর্ণ ৩২টি, অর্ধমাত্রার বর্ণ ৮টি এবং মাত্রাহীন বর্ণ ১০টি। সব মিলিয়ে মোট বর্ণ ৫০টি।