Teacher said, ‘The earth ... round the sun’.
Solution
Correct Answer: Option A
- ডিরেক্ট স্পিচে (Direct Speech) রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে (যেমন- said) থাকলেও, রিপোর্টেড স্পিচের বক্তব্য যদি ইউনিভার্সাল ট্রুথ (Universal Truth) বা চিরন্তন সত্য হয়, তবে তার টেন্সের কোনো পরিবর্তন হয় না।
- এখানে 'Teacher said' অংশটি পাস্ট টেন্সে থাকলেও 'The earth ... round the sun' একটি চিরন্তন সত্য বা Universal Truth।
- পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে—এটি সবসময় সত্য, তাই এটি সর্বদা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স (Present Indefinite Tense) হবে।
- প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট 'The earth' থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ায় ভার্বের সাথে 's' বা 'es' যুক্ত হয়ে 'moves' হয়েছে।
- অন্য অপশনগুলো (will be moving, has moved, moved) ব্যাকরণগতভাবে এই বিশেষ নিয়মের ক্ষেত্রে প্রযোজ্য নয়।