Solution
Correct Answer: Option D
- 4IR বা চতুর্থ শিল্প বিপ্লব বলতে আধুনিক স্মার্ট প্রযুক্তি ব্যবহার করে প্রচলিত উৎপাদন এবং শিল্প ব্যবস্থার স্বয়ংক্রিয়করণকে বোঝায়।
- এই বিপ্লবটি মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), রোবোটিক্স, ইন্টারনেট অফ থিংস (IoT), জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং কোয়ান্টাম কম্পিউটিং-এর মতো অত্যাধুনিক প্রযুক্তির সংমিশ্রণ।
- প্রদত্ত অপশনগুলোর (ক্যামেরা, মোবাইল ফোন, ইন্টারনেট এক্সপ্লোরার) কোনোটিই সরাসরি বা এককভাবে 4IR-এর মূল প্রযুক্তির প্রতিনিধিত্ব করে না।
- প্রথম শিল্প বিপ্লব ছিল বাষ্পীয় ইঞ্জিন নির্ভর, দ্বিতীয়টি বিদ্যুৎ ও উৎপাদন লাইন নির্ভর এবং তৃতীয়টি ছিল কম্পিউটার ও ইন্টারনেট নির্ভর।
- চতুর্থ শিল্প বিপ্লব বা 4IR হলো ডিজিটাল, ভৌত এবং জৈবিক জগতের সীমারেখা মুছে দিয়ে প্রযুক্তিগুলোর একীভূতকরণ।