Solution
Correct Answer: Option D
আমরা জানি, দুইটি কোণের সমষ্টি ১৮০° বা দুই সমকোণ হলে, ওই কোণ দুইটি পরস্পরের সম্পূরক কোণ।
সুতরাং, ২৮° কোণের সম্পূরক কোণ হবে:
= (১৮০ - ২৮)°
= ১৫২°
অতএব, সঠিক উত্তর ১৫২°।
শর্টকাট নিয়ম:
সম্পূরক কোণ মানেই ১৮০° থেকে বিয়োগ।
প্রশ্ন দেখামাত্রই মনে মনে করবেন: ১৮০ - প্রদত্ত কোণ = নির্ণেয় কোণ।
এখানে, ১৮০ - ২৮ = ১৫২।