‘To be, or not to be, that is the question’ is a famous dialogue from-
A Othello
B Hamlet
C Romeo and Juliet
D Macbeth
Solution
Correct Answer: Option B
- ‘To be, or not to be, that is the question’ উক্তিটি উইলিয়াম শেক্সপিয়ারের ‘Hamlet’ নাটকের একটি বিখ্যাত সংলাপ।
- এটি নাটকের প্রধান চরিত্র প্রিন্স হ্যামলেটের একটি স্বগতোক্তি বা Soliloquy।
- নাটকের তৃতীয় অঙ্কের প্রথম দৃশ্যে (Act 3, Scene 1) এই সংলাপটি দেখা যায়।
- এই উক্তির মাধ্যমে হ্যামলেট জীবন ও মৃত্যুর দ্বন্দ্বে তার মানসিক যন্ত্রণা এবং আত্মহত্যার চিন্তা প্রকাশ করেছেন।
- শেক্সপিয়ারের ‘Hamlet’ নাটকটি ১৬০০-১৬০১ সালের দিকে রচিত একটি বিখ্যাত ট্র্যাজেডি।