A Hyper-Text Transfer Protocol Secure
B Hyper-Text Transfer Protocol System
C Hyper-Text Transfer Protocol Service
D Hyper-Text Transfer Protocol Sense
Solution
Correct Answer: Option A
- HTTPS এর পূর্ণরূপ হলো Hypertext Transfer Protocol Secure।
- এটি ইন্টারনেটে নিরাপদ যোগাযোগের জন্য ব্যবহৃত একটি প্রোটোকল বা নিয়ম।
- এই প্রোটোকলটি ব্যবহারকারী এবং ওয়েবসাইটের মধ্যে তথ্যের আদান-প্রদানকে এনক্রিপ্ট (Encrypt) করে সুরক্ষিত রাখে।
- ফলে হ্যাকার বা তৃতীয় কোনো পক্ষ সহজে এই তথ্য চুরি বা পরিবর্তন করতে পারে না।
- আধুনিক সব অনলাইন ব্যাংকিং এবং ই-কমার্স সাইটে তথ্যের গোপনীয়তা নিশ্চিত করতে HTTPS ব্যবহার করা অত্যাবশ্যক।