Liza had given me two ...
Solution
Correct Answer: Option D
- ইংরেজি গ্রামার অনুযায়ী 'jeans' (জিনস) শব্দটি সবসময় বহুবচন বা Plural Noun হিসেবে ব্যবহৃত হয় কারণ এর দুটি পা থাকে।
- যখন নির্দিষ্ট সংখ্যা (যেমন- two, three) উল্লেখ করা হয়, তখন 'pair' শব্দটিকেও বহুবচন করতে হয়, অর্থাৎ 'pairs' হবে।
- বাক্যে 'Two' থাকার কারণে 'pair' এর সাথে 's' যুক্ত হয়ে 'pairs' হয়েছে।
- তাই সঠিক গঠনটি হবে "pairs of jeans"।