Solution
Correct Answer: Option D
- মানবদেহের যেসব অঙ্গ-প্রত্যঙ্গ ধ্বনি তৈরিতে সহায়তা করে তাদের বাক প্রত্যঙ্গ বলা হয়।
- এই বাক প্রত্যঙ্গগুলোকে একত্রিতভাবে বাগযন্ত্র বা বায়ুযন্ত্র বলা হয়।
- বাগযন্ত্রের প্রধান কাজ দুটি- শ্বাসকার্য পরিচালনা করা এবং খাদ্য গ্রহণ করা, তবে এগুলো ভাষার ধ্বনি সৃষ্টিতেও ভূমিকা রাখে।
- বাগযন্ত্রের বিভিন্ন অংশের মধ্যে রয়েছে- ফুসফুস, স্বরতন্ত্রী বা শ্বসনযন্ত্র, গলনালি, জিভ, আলজিভ, দাঁত, ঠোঁট, নাক, তালু ও মাড়ি ইত্যাদি।
- প্রশ্নানুযায়ী, শ্বসযন্ত্র, ফুসফুস ও দাঁত সবগুলোই বাগযন্ত্রের অন্তর্ভুক্ত, তাই সঠিক উত্তর হবে 'উপরের সবকটি'।