AI এর সঙ্গে কোনটি সম্পর্কযুক্ত-

A 4IR

B Digital Device

C Cloud Server

D সবগুলোই

Solution

Correct Answer: Option D

- Artificial Intelligence (AI) বা কৃত্রিম বুদ্ধিমত্তা হলো এমন একটি প্রযুক্তি, যা তথ্য বিশ্লেষণের মাধ্যমে যন্ত্র বা অ্যাপ্লিকেশনকে মানুষের বুদ্ধি ও চিন্তাশক্তির আদলে কাজের উপযোগী করে তোলে।

- চতুর্থ শিল্প বিপ্লব (4IR) এর মূল চালিকাশক্তি হলো AI, যা অটোমেশন এবং ডেটা প্রসেসিংয়ের মাধ্যমে শিল্পখাতে আমূল পরিবর্তন আনছে।

- ডিজিটাল ডিভাইস (Digital Device) বা স্মার্টফোন এবং কম্পিউটারের মতো যন্ত্রগুলো AI ব্যবহার করে ফেস রিকগনিশন, ভয়েস অ্যাসিস্ট্যান্ট বা ব্যক্তিগত রিকমেন্ডেশনের মতো সুবিধা প্রদান করে।

- ক্লাউড সার্ভার (Cloud Server) বিপুল পরিমাণ ডেটা জমা রাখার ও প্রসেস করার ক্ষমতা দেয়, যা জটিল AI অ্যালগরিদম চালানোর জন্য অত্যন্ত জরুরি।

- এছাড়া Machine to Machine (M2M) যোগাযোগ এবং Internet of Things (IoT) প্রযুক্তির কার্যকারিতাও কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর গভীরভাবে নির্ভরশীল।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions