Which word is the determiner in the sentences “Will it take much time?
Solution
Correct Answer: Option B
- প্রদত্ত বাক্যে 'Much' শব্দটি একটি Determiner হিসেবে ব্যবহৃত হয়েছে।
- Determiner হলো এমন শব্দ যা কোনো Noun-এর পূর্বে বসে সেই Noun-এর সংখ্যা, পরিমাণ বা নির্দিষ্টতা নির্দেশ করে।
- এখানে 'Much' শব্দটি 'Time' (সময়) নামক Noun-টির পূর্বে বসে তার পরিমাণ বোঝাচ্ছে।
- Uncountable Noun (যা গণনা করা যায় না, যেমন- Time, Water) এর পূর্বে সাধারণত Much ব্যবহৃত হয়।
- অন্যদিকে, 'Will' হলো Auxiliary verb, 'Take' হলো Main verb এবং 'Time' হলো Noun।