যদি -5, p, q, 16 সমান্তর অনুক্রমে থাকে, তাহলে p ও q এর মান হবে যথাক্রমে-
Solution
Correct Answer: Option B
এখানে, প্রদত্ত ধারাটি একটি সমান্তর ধারা।
ধরি, সমান্তর ধারার প্রথম পদ $a$ এবং সাধারণ অন্তর $d$।
প্রশ্নমতে, ধারাটি হলো: $-5, p, q, 16$
এখানে,
১ম পদ, $a = -5$
২য় পদ, $a + d = p$ .........(i)
৩য় পদ, $a + 2d = q$ .........(ii)
৪র্থ পদ, $a + 3d = 16$ .........(iii)
এখন, ৪র্থ পদের সমীকরণ (iii) থেকে $a$ এর মান বসিয়ে পাই,
$a + 3d = 16$
বা, $-5 + 3d = 16$
বা, $3d = 16 + 5$ [পক্ষান্তর করে]
বা, $3d = 21$
বা, $d = 21/3$
$\therefore d = 7$
এখন, সমীকরণ (i) এ $a$ ও $d$ এর মান বসিয়ে পাই,
$p = a + d$
বা, $p = -5 + 7$
$\therefore p = 2$
আবার, সমীকরণ (ii) এ $a$ ও $d$ এর মান বসিয়ে পাই,
$q = a + 2d$
বা, $q = -5 + 2 \times 7$
বা, $q = -5 + 14$
$\therefore q = 9$
সুতরাং, নির্ণেয় মান $p = 2$ এবং $q = 9$।
বিকল্প পদ্ধতি (শর্টকাট টেকনিক):
যেহেতু, $-5, p, q, 16$ সমান্তর অনুক্রমে আছে, তাই এদের সাধারণ অন্তর সমান হবে।
অর্থাৎ, ২য় পদ - ১ম পদ = ৩য় পদ - ২য় পদ = ৪র্থ পদ - ৩য় পদ।
বা, $p - (-5) = q - p = 16 - q$
বা, $p + 5 = q - p = 16 - q$
এখন আমরা অপশন টেস্ট করে সহজে উত্তর বের করতে পারি।
অপশন (২) যাচাই: এখানে $p = 2$ এবং $q = 9$ হলে,
১ম অংশ: $p + 5 = 2 + 5 = 7$ (পার্থক্য ৭)
২য় অংশ: $q - p = 9 - 2 = 7$ (পার্থক্য ৭)
৩য় অংশ: $16 - q = 16 - 9 = 7$ (পার্থক্য ৭)
যেহেতু সবগুলোর পার্থক্য সমান (৭), তাই সঠিক উত্তর অপশন (২)।