Sustainable Development Goals (SDG) এর Goals সংখ্যা-

A ১৫

B ১৬

C ১৭

D ১৮

Solution

Correct Answer: Option C

- Sustainable Development Goal (SDG)-এর মোট লক্ষ্য বা গোল সংখ্যা হলো ১৭টি
- এটি ২৫ সেপ্টেম্বর ২০১৫ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে (UNGA) অনুমোদিত হয়, যার মূল লক্ষ্য ২০৩০ সালের মধ্যে এই লক্ষ্যমাত্রাগুলো অর্জন করা।
- এসডিজির এই ১৭টি লক্ষ্যের অধীনে ১৬৯টি সুনির্দিষ্ট সহযোগী লক্ষ্য বা টার্গেট নির্ধারণ করা হয়েছে।
- এর লক্ষ্যগুলোর মধ্যে দারিদ্র্য বিমোচন, ক্ষুধা মুক্তি, সুস্বাস্থ্য ও কল্যাণ, মানসম্মত শিক্ষা এবং লিঙ্গ সমতা অন্যতম প্রধান বিষয়।
- ২০১২ সালে ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত জাতিসংঘের টেকসই উন্নয়ন সম্মেলনে SDG-এর ধারণা প্রতিষ্ঠিত হয়।
- জাতিসংঘের মানব উন্নয়ন সংস্থা UNDP মূলত এই লক্ষ্যগুলো অর্জনের স্কোর কিপার হিসেবে দায়িত্ব পালন করে।
- পূর্ববর্তী সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা বা MDG-এর মেয়াদ শেষ হওয়ার পর ২০১৫ সালে এই নতুন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) গৃহীত হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions