If Orthopedic relates to bone then Psychiatry relates to ...
Solution
Correct Answer: Option A
- মানুষের হাড় বা অস্থির চিকিৎসা সংক্রান্ত বিদ্যাকে যেমন Orthopedics বলা হয়, ঠিক তেমনি মানসিক স্বাস্থ্য বা মনের চিকিৎসা সংক্রান্ত বিদ্যাকে Psychiatry বলা হয়।
- অর্থাৎ, Orthopedic শব্দটি যেমন হাড় বা Bone-এর সাথে সম্পর্কিত, তেমনি Psychiatry শব্দটি মন বা Mind-এর সাথে সম্পর্কিত।
- মানুষের মনের বিভিন্ন সমস্যা, আবেগ, আচরণ এবং মানসিক রোগের চিকিৎসা ও গবেষণাই হলো সাইকিয়াট্রি বা মনোরোগবিদ্যা।
- অন্যদিকে, চামড়া বা Skin-এর চিকিৎসা সংক্রান্ত বিদ্যাকে Dermatology বলা হয়।
- শিশুদের (Child) চিকিৎসার সাথে সম্পর্কিত বিদ্যাকে Pediatrics বলা হয়।
- হৃদপিণ্ড বা Heart-এর চিকিৎসা সংক্রান্ত বিদ্যাকে Cardiology বলা হয়।