Solution
Correct Answer: Option B
- বিশেষ্য ও বিশেষণ পদ মিলে যে সমাস হয় এবং বিশেষ্য বা পরপদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকেই কর্মধারয় সমাস বলে।
- দুটি বিশেষ্য পদ একই ব্যক্তি বা বস্তুকে বোঝালে কর্মধারয় সমাস হয়।
- যেমন: যিনি জজ তিনিই সাহেব = জজসাহেব।