স্বর্ণের খাদ বের করতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়?

A সাইট্রিক অ্যাসিড

B নাইট্রিক অ্যাসিড

C হাইড্রোক্লোরিক অ্যাসিড

D সালফিউরিক অ্যাসিড

Solution

Correct Answer: Option B

নাইট্রোজেন অক্সাইডের সাথে পানির বিক্রিয়ায় নাইট্রিক এসিড তৈরি হয় ।
- বিজ্ঞানী জাবির ইবনে হাইয়ান সর্বপ্রথম নাইট্রিক এসিড তৈরি করেন ।
- স্বর্ণের খাদ বের করার জন্য নাইট্রিক এসিড দিয়ে পোড়ানো হয়।
- এছাড়া এটি সার কারখানা ও বৈদ্যুতিক সেল তৈরিতে ব্যবহার হয় ।
- আর স্বর্ণের সৌন্দর্য বাড়ানোর জন্য ব্যবহার করা হয় সালফিউরিক এসিড ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions