Solution
Correct Answer: Option C
- আটলান্টিক সনদ (Atlantic Charter) ছিল মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের মধ্যকার একটি গুরুত্বপূর্ণ যুক্ত ইশতেহার।
- ১৯৪১ সালের ১৪ আগস্ট স্বাক্ষরিত এই সনদে তারা বিশ্ব শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য একটি আন্তর্জাতিক সংস্থা গঠনের প্রয়োজনীয়তা স্বীকার করেন।
- এই সনদের নীতিগুলোর ওপর ভিত্তি করেই জাতিসংঘ (United Nations) গঠনের প্রাথমিক ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।
- আটলান্টিক সনদে দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী পৃথিবীতে জনগণের আত্মনিয়ন্ত্রণাধিকার এবং অর্থনৈতিক সহযোগিতার বিষয়গুলোও লিপিবদ্ধ ছিল।
- পরবর্তীতে ওয়াশিংটন ডিসি-তে ১৯৪২ সালের ১ জানুয়ারি ২৬টি দেশের প্রতিনিধিরা জাতিসংঘ ঘোষণাপত্রে স্বাক্ষর করে এই ধারাবাহিকতা রক্ষা করেন।