‘জনসাধারণই সার্বভৌম ক্ষমতার অধিকারী’ উক্তিটি কার?
Solution
Correct Answer: Option C
- ‘জনসাধারণই সার্বভৌম ক্ষমতার অধিকারী’ উক্তিটি করেছেন বিখ্যাত ফরাসি দার্শনিক জ্যাঁ জ্যাক রুশো (Jean-Jacques Rousseau)।
- তাঁর রচিত বিখ্যাত গ্রন্থ ‘দ্য সোশ্যাল কন্ট্রাক্ট’ (The Social Contract)-এ তিনি এই মতবাদটি প্রকাশ করেন।
- রুশোর মতে, রাষ্ট্র বা সমাজ গঠনের মূলে রয়েছে জনগণের সম্মতি বা ‘সামাজিক চুক্তি’।
- তিনি বিশ্বাস করতেন, প্রকৃত ক্ষমতার উৎস কোনো রাজা বা শাসক নন, বরং সাধারণ জনগণ।
- রুশোর এই ‘গণসার্বভৌমত্ব’ বা ‘Popular Sovereignty’-র ধারণাটি ফরাসি বিপ্লব এবং আধুনিক গণতন্ত্রের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।