Which one has the identical singular and plural form?
Solution
Correct Answer: Option C
- প্রশ্নোক্ত শব্দগুলোর মধ্যে Dice শব্দটি singular (একবচন) এবং plural (বহুবচন) উভয় রূপেই ব্যবহৃত হয়।
- আধুনিক ইংরেজি গ্রামারে, 'Dice' শব্দটিকে একবচন এবং বহুবচন উভয় ক্ষেত্রেই ব্যবহার করা গ্রহণযোগ্য বলে মনে করা হয়, যদিও ঐতিহাসিকভাবে Die হলো এর একবচন রূপ।
- অন্য অপশনগুলোর একবচন ও বহুবচন রূপ ভিন্ন, যেমন- Memorandum (একবচন) এর বহুবচন হলো Memoranda।
- Stimulus (একবচন) এর বহুবচন রূপ হলো Stimuli।
- Oasis (একবচন) এর বহুবচন রূপ হলো Oases।
- এমন আরও কিছু শব্দ আছে যাদের একবচন ও বহুবচন একই, যেমন- Sheep, Deer, Information, Furniture ইত্যাদি।