Do you know the solution... the problem?
Solution
Correct Answer: Option D
- ইংরেজিতে নির্দিষ্ট কিছু শব্দের পর নির্দিষ্ট Preposition বসে, একে Appropriate Preposition বলা হয়।
- ব্যাকরণ অনুযায়ী 'Solution' শব্দটির পরে সবসময় 'to' ব্যবহৃত হয়।
- কোনো সমস্যার সমাধান বোঝাতে 'Solution to a problem' ফ্রেজটি সঠিক এবং বহুল প্রচলিত।
- অপশনে থাকা 'of', 'for' বা 'about' কোনোটিই 'Solution' এর সাথে ব্যাকরণগতভাবে মানানসই নয়।
- তাই বাক্যের শূন্যস্থানে সঠিক Preposition টি হবে 'to'।