বাক্-প্রত্যঙ্গ কোনটি?

A যকৃৎ

B মস্তক

C ফুসফুস

D থুতনি

Solution

Correct Answer: Option C

- বাক্-প্রত্যঙ্গের সাহায্যে মানুষ ধ্বনি উচ্চারণ করে এবং কথা বলে।
- ধ্বনি উচ্চারণের সুবিধার জন্য মানুষের শরীরে নানা সহায়ক অঙ্গ আছে। সেই সহায়ক অঙ্গগুলোকে বাক্-প্রত্যঙ্গ বলা হয়।
বাক্-প্রত্যঙ্গগুলো হলো:
- দাঁত,
- দন্তমূল,
- জিভ,
- আলজিভ,
- অধিজিহ্বা,
- কোমল তালু,
- শক্ত তালু,
- ওষ্ঠ,
- নাসারন্ধ,
- নাসিকা গহ্বর,
- মুখ গহ্বর,
- নিচের চোয়াল,
- গলবিলীয় গহ্বর,
- স্বরযন্ত্র,
- শ্বাসনালী,
- ফুসফুস

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions