Solution
Correct Answer: Option D
- William Shakespeare (1564-1616) ছিলেন Elezabethan Age এর বিখ্যাত নাট্যকার।
- The Tempest (1610-1611) হচ্ছে Shakespeare এর Last work বা swan song.
- এ নাটকের কাহিনী সংক্ষেপ: মিলানের ডিউক প্রস্পেরো এবং তার মেয়ে মিরান্ডাকে নির্জন দ্বীপে নির্বাসন দেয় প্রস্পেরোর ভাই অ্যান্টোনিও। পরবর্তীতে নেপলসের রাজা অ্যালোনসো এবং রাজপুত্র ফার্দিনান্দের মাধ্যমে আবার তার রাজত্ব ফিরে পায়। ষড়যন্ত্রকারীরা শাস্তি পায় এবং পরিশেষে সবাই আবার একসাথে বসবাস শুরু করে।
- এটি Shakespeare এর একটি comedy নাটক।
- Macbeth, Hamlet এবং King Lear হচ্ছে tragedy নাটক।