কোনো শ্রেণিতে যতজন শিক্ষার্থী তাদের প্রত্যেক ততটি ৫ টাকা করে চাঁদা দেয়াতে ৮০০০ টাকা সংগৃহীত হলো। উক্ত শ্রেণির শিক্ষার্থীর সংখ্যা কত?
Solution
Correct Answer: Option B
ধরি, শিক্ষার্থী সংখ্যা = ক জন
প্রত্যেকে চাঁদা দেয় = ৫ক টাকা
প্রশ্নমতে,
ক × ৫ক = ৮০০০
⇒ ৫ক২ = ৮০০০
⇒ ক২ = ৮০০০/৫
⇒ ক২ = ১৬০০
⇒ = √১৬০০
∴ ক = ৪০
∴ উক্ত শ্রেণিতে শিক্ষার্থী সংখ্যা ৪০ জন।