Solution
Correct Answer: Option A
'সোয়াইন ফ্লু হচ্ছে মানবদেহের ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের মতো এক ধরনের ভাইরাস , যা প্রধানত শুকরের দেহে দ্রুত বংশ বিস্তার করতে পারে ।এটি H1NI ভাইরাস নামে পরিচিত । ২০০৯ সালে WHO এটিকে মহাময়ারি হিসেবে ঘোষণা করে ।এ রোগটি প্রথম ধরা পড়ে যুক্তরাষ্ট্রে ।