MS Word এর কোন tools টি ব্যবহার করে দ্রুত ও সহজে একটি চিঠি একাধিক ঠিকানায় পাঠানো সম্ভব?
Solution
Correct Answer: Option D
- Mail Merge MS Word-এর একটি টুল, যা একই চিঠি একাধিক ঠিকানায় দ্রুত পাঠাতে ব্যবহৃত হয়।
- এটি মাস্টার ডকুমেন্ট (চিঠি) এবং ডেটা সোর্স (নাম, ঠিকানা) একত্রিত করে স্বয়ংক্রিয়ভাবে চিঠি তৈরি করে।
ধাপগুলো:
- চিঠি টেমপ্লেট তৈরি।
- ডেটাবেস সংযুক্তি।
- তথ্য একত্রিত করে চিঠি তৈরি।
- প্রিন্ট বা ইমেইল।
এটি সময় ও পরিশ্রম সাশ্রয় করে।