মধ্যযুগের কোন কবির কাব্যে উপন্যাসের লক্ষণ ফুটে উঠেছে?
Solution
Correct Answer: Option A
- চণ্ডীমঙ্গলের প্রধান কবি মুকুন্দরাম চক্রবর্তী।
- তিনি ষোল শতকের কবি ছিলেন।
- তাঁর রচিত কাব্যের নাম 'শ্রী শ্রী চণ্ডীমঙ্গল'।
- তাঁকে দুঃখ বর্ণনার কবি হিসেবে অভিহিত করা হয়।
- তাঁর রচনার স্বীকৃতিস্বরূপ জমিদার রঘুনাথ রায় 'কবিকঙ্কন' উপাধি প্রদান করেন।
- মুকুন্দরামের জনপ্রিয় কাহিনীকাব্য 'কালকেতু উপাখ্যান'।
- তিনি তাঁর কাব্যে উপন্যাসের বীজ বপন করেছেন।
- তার রচিত গ্রন্থে আধুনিক কালের উপন্যাসের রস, নিপুণ পর্যবেক্ষণশক্তি ও সাহিত্যবোধের সংমিশ্রণ ঘটেছে।
- আধুনিক যুগের সাহিত্য সমালোচকগণ তাঁর সম্পর্কে বলেন, 'মুকুন্দরাম চক্রবর্তী মধ্যযুগে জন্মগ্রহণ না করে আধুনিক যুগে জন্মগ্রহণ করলে কাব্য না লিখে উপন্যাস লিখতেন।'