Solution
Correct Answer: Option C
- আয়তন/প্রবাহমাত্রা (discharge) অনুযায়ী পৃথিবীর বৃহত্তম নদী হলো আমাজন নদী। এটি বিশ্বের সবচেয়ে বেশি পানি বহন করে এবং সবচেয়ে বড় অববাহিকা গঠন করেছে।
- দৈর্ঘ্যের বিচারে নীল নদীকে অনেক সময় সবচেয়ে দীর্ঘ বলা হয়, কিন্তু “বৃহত্তম” বলতে সাধারণত পানিবাহিত পরিমাণ/আয়তন বোঝায়—সে হিসেবে আমাজনই বৃহত্তম।