Select the pair that best expresses a relationship similar to the pair, OUTSKIRTS:TOWN
Solution
Correct Answer: Option B
- OUTSKIRTS বলতে কোনো TOWN বা শহরের বাইরের বা প্রান্তীয় এলাকাকে বোঝায়।
- ঠিক একইভাবে, MARGIN বলতে কোনো PAGE বা পৃষ্ঠার বাইরের বা প্রান্তীয় ফাঁকা অংশকে বোঝায়।
- প্রশ্নে প্রদত্ত শব্দজোড়ের সম্পর্কটি হলো 'স্থান এবং তার শেষ প্রান্ত বা সীমানা'।
- শহরের সীমানা বা প্রান্তকে যেমন আউটস্কার্টস (Outskirts) বলে, তেমনি পৃষ্ঠার সীমানা বা প্রান্তকে মার্জিন (Margin) বলে।
- বাকি অপশনগুলোর মধ্যে Trunk হলো গাছের (Tree) প্রধান অংশ, Rung হলো মইয়ের (Ladder) ধাপ এবং Hangar হলো বিমান (Airplane) রাখার জায়গা, যা এই সম্পর্কের সাথে মেলে না।