Solution
Correct Answer: Option D
'কাজলা দিদি' বাংলা শিশুসাহিত্যের একটি কালজয়ী কবিতা। এটি যতীন্দ্রমোহন বাগচী রচিত 'কাব্যমালঞ্চ' কাব্যগ্রন্থের অন্তর্গত। গ্রামবাংলার প্রকৃতি এবং দিদিহারা এক ছোট বোনের করুণ আকুতি এই কবিতার উপজীব্য।
- যতীন্দ্রমোহন বাগচী রবীন্দ্রনাথ পরবর্তী বাংলা সাহিত্যের একজন বিশিষ্ট কবি। তিনি পল্লী-প্রীতি এবং গ্রামীণ জীবনের সুখ-দুঃখের চিত্রায়ণে বিশেষ কৃতিত্ব দেখিয়েছেন। তাঁকে 'দুঃখবাদী কবি' নামেও অভিহিত করা হয়।
- রবীন্দ্র-যুগ এবং কল্লোল যুগের মধ্যবর্তী সময়ে যে কয়জন কবি নিজস্ব স্বকীয়তা বজায় রেখেছিলেন, তিনি তাঁদের অন্যতম।
• যতীন্দ্রমোহন বাগচী রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থঃ
- লেখা (১৯০৬),
- রেখা (১৯১০),
- অপরাজিতা (১৯১৫),
- নাগকেশর (১৯১৭),
- বন্ধুর দান (১৯১৮),
- জাগরনী (১৯২২),
- নীহারিকা (১৯২৭),
- মহাভারতী (১৯৩৬) ইত্যাদি।
• বিখ্যাত কবিতা:
- কাজলা দিদি,
- অন্ধ বন্ধু,
- হাট।